বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান জানিয়েছেন, ভিসা ছাড়াই সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। সে ক্ষেত্রে সাউদিয়া এয়ারলাইনস বা দেশটির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হলে এ সুযোগ মিলবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসা বিন ইউসুফ আল-দুহাইলান এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়া সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে যারা ওমরাহ করতে যাবেন, তাদের সাউদিয়া এয়ারলাইনস বা সৌদির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদিতে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন।
আল-দুহাইলান বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনের ভিসা থাকলেও সৌদিতে ওমরাহ পালনে এ সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া কোনো এজেন্সির সহায়তা ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।