• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

‘বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪, ০৪:৫০ পিএম
‘বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে’
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : সংগৃহীত

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, “বাংলাদেশ ও নেপালের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দুই দেশের পারস্পরিক এই সম্পর্ক আরও জোরদার হচ্ছে।”

বুধবার (৩১ জানুয়ারি) ধর্মমন্ত্রী তার অফিস কক্ষে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, “নেপালের সঙ্গে আমাদের ৫২ বছরের কূটনৈতিক সম্পর্ক। ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। মহান মুক্তিযুদ্ধে নেপালের রাজনৈতিক নেতৃত্ব ও জনগণ আমাদের সমর্থন যুগিয়েছিল। এছাড়া স্বাধীনতার পরপরই যে সকল দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে নেপাল অন্যতম।”

ধর্মমন্ত্রী বলেন, “করোনা মহামারি ও পরবর্তী বৈশ্বিক প্রেক্ষাপটেও লুম্বিনীতে বাংলাদেশ প্যাগেডা ও বুড্ডিস্ট সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পটি সঠিক পথেই রয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের ডিপিপি প্রণীত হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয়সহ আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল নকশা নেপালের লুম্বিনী উন্নয়ন ট্রাস্টে প্রেরণ করা হয়েছে। এছাড়া পারস্পরিক চুক্তি অনুসারে এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের ১৫ শতাংশ বাবদ ৭ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৮০ টাকা লুম্বিনী ট্রাস্টের ফান্ডে জমা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এটি একনেকের সভায় উপস্থাপিত হবে।”

সাক্ষাৎকালে নেপালের লুম্বিনীতে বাংলাদেশ প্যাগেডা ও বুড্ডিস্ট সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহণের জন্য রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশ সরকার ও ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি এই প্রকল্পের অগ্রতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কার্যক্রম শুরুর অনুরোধ জানান।

এসময় ধর্ম সচিব আ. হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম ও প্রশাসন অনুবিভাগের যুগ্মসচিব নায়েব আলী মন্ডল উপস্থিত ছিলেন।

Link copied!