• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অবরোধের প্রতিবাদে রাজপথে আওয়ামী লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ১১:২৮ এএম
অবরোধের প্রতিবাদে রাজপথে আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। নেতাদের অভিযোগ, অবরোধের নামে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১ নম্বরে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া নগরীর প্রতিটি সংসদীয় এলাকায় অবরোধ বিরোধী প্রতিবাদ সভা ও মিছিলের কর্মসূচি পালন করছে যুবলীগ।

অবরোধের প্রতিবাদে ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’ বলে স্লোগান দিতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। তারা অভিযোগ করে বলেন, অবরোধ দিয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চাইছে। অবরোধ চলাকালে যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তায় রাজপথে থাকার ঘোষণাও দেন আওয়ামী লীগ নেতারা। হুশিয়ারি করে মাঠেই বিএনপিকে প্রতিহত করার।

এদিকে বিএনপি ও জামায়াতের অবরোধে প্রতিবাদে হাতে হাতে লাঠি নিয়ে অবস্থান নিয়েছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ।  

ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১৪ দলের সমন্বয়ক হারুনর রশীদ মুন্নার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর। আরও উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন গেসু, সাধারণ সম্পাদক ও কাউন্সিল হাজী আবুল কালাম অনু, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে খান জয়।

Link copied!