• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

নতুন দুই ভেন্যুর নাম দিয়েছে আওয়ামী লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০১:৫৫ পিএম
নতুন দুই ভেন্যুর নাম দিয়েছে আওয়ামী লীগ
ফাইল ফটো

শনিবার (২৮ অক্টোবর) সমাবেশের জন্য আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের বিকল্প দুই ভেন্যুর নাম চেয়েছে পুলিশ। বিকল্প ভেন্যু হিসেবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আজম।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

মির্জা আজম বলেন, “সমাবেশ করার স্থান হিসেবে আমরা নতুন দুটি নাম দিয়েছি। সেগুলো হলো, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ।”

বুধবার (২৫ অক্টোবর) বিকল্প দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে আওয়ামী লীগকে চিঠি দেয় পুলিশ।

এর আগে গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

Link copied!