• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

ড. ইউনূসকে সব ধরনের সহযোগিতা করবে সশস্ত্রবাহিনী : সেনাপ্রধান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৬:১৭ পিএম
ড. ইউনূসকে সব ধরনের সহযোগিতা করবে সশস্ত্রবাহিনী : সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

সশস্ত্রবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৭ আগস্ট) সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওয়াকার-উজ-জামান বলেছেন, “সংকট কাটিয়ে দেশে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব।”

সেনাপ্রধান বলেন, “ড. ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি, বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারে কতজন থাকছেন, এমন প্রশ্নের জবাবে ওয়াকার-উজ-জামান বলেন, “এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন। কম-বেশিও হতে পারে। যেহেতু ফরমালি সিদ্ধান্ত হয়নি, তাই এ বিষয়ে আর কিছু বলতে চাই না।”

এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!