• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৩:০৮ পিএম
শনিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

জরুরি পাইপলাইন নির্মাণ কাজের জন্য শনিবার (১৮ নভেম্বর) টংগীর বেশ কিছু এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় কাজের জন্য ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত টংগী টিবিএস থেকে ভাদামগামী পিএসআইজি লাইনের ওপর সংযুক্ত (স্কুইব রোড, ভাদাম, মুদাফা এলাকাসমূহের) এলাকাসমূহের সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Link copied!