বাংলাদেশ থেকে কেউ অর্থপাচার করে বিদেশে নিলে সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার (২ অক্টোবর) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
পুলিশের অনেক কর্মকর্তার যুক্তরাষ্ট্রে বাড়ি আছে-গণমাধ্যমে আসা এমন খবরের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি। আমরা তো শুনি সবারই আছে। সবার মানে অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশেরও শুনছি থাকতে পারে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “যুক্তরাষ্ট্র তো অনেকের কাছেই যাওয়ার একটা জায়গা, বাসস্থান। সেজন্য অনেকে যান, অনেকে হয়তো বাড়ি করেছেন। সেখানে তাদের দেশের আইন মেনে যদি তারা করতে পারেন সেখানে আমাদের কিছু বলার নেই।”
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সোর্স অব মানির জবাব তারা দেবেন। এটা তো সরকার জবাব দেবে না। তারা জবাব দেবেন সে দেশের সরকারকে। আমাদের দেশ থেকে যদি নিয়ে যায়, সরকার খতিয়ে দেখবে।”