• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মহাখালীতে অ্যাম্বুলেন্সে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৯:২৪ পিএম
মহাখালীতে অ্যাম্বুলেন্সে আগুন

রাজধানীর মহাখালীতে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজের একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় মহাখালী ফ্লাইওভারের নিচে তারা অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীর মুগদা ও নর্দায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার ইমরুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সন্ধ্যার দিকে শ্যামলী স্কয়ারের সামনে যাত্রীবেশে ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”

Link copied!