বিএনপির নাশকতার সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৭ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেছেন, “নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির ক্যাডাররা ঢাকায় আসছে।”
সেতুমন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন জায়গা থেকে ক্যাডার ঢাকায় আসছে। নাশকতার চেষ্টা করবে। নাশকতার সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ।”
ওবায়দুল কাদের আরও বলেন, “সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে একচুলও নড়বে না আওয়ামী লীগ। দেশি-বিদেশিদের আশ্বস্ত করলাম নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।”
বিদেশ থেকে আসা কোনো বার্তায় কাজ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “জনগণ যত দিন সাথে আছে তত দিন কোনো বার্তায় লাভ হবে না। ১৫ বছরে ১৫০০ বার্তা দিয়েছে। মরা গাঙ্গে জোয়ার আসে না। পকেট গরম তাই মাথাও গরম। শেষ বার্তা দিচ্ছে। লন্ডন থেকে টাকা আসছে।”