• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নুরের ওপর হামলা, গণঅধিকার পরিষদের বিক্ষোভ বিকেলে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০২:৩৬ পিএম
নুরের ওপর হামলা, গণঅধিকার পরিষদের বিক্ষোভ বিকেলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ।  

বৃহস্পতিবার (৩ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান বলেন, “বুধবারের (২ আগস্ট) হামলায় আমাদের অনেকেই গুরুতর আহত হয়েছেন। দলের সভাপতি নুরুল হক নুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। এখন তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের দলের সভাপতির ওপর হামলা করায় আমরা বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করব।”

এর আগে বুধবার টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে যোগদানের সময় নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।

Link copied!