বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ শুরু হয়।
এর আগে এদিন জুমার নামাজ পড়েই রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে সমাবেশস্থলে আসতে শুরু করেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।



































