নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। এই দলে সাবেক সেনা কর্মকর্তারা ছাড়াও আধা সামরিক, ব্যবসায়ী, সুধীসমাজের প্রতিনিধি, সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত নেতা ও পেশাজীবীরা যোগ দেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। এরই মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান। সহসম্পাদক পদে রয়েছেন, মেজর (অব.) দেলোয়ার হোসেন খান ও জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল কাদের সোহেল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন এই রাজনৈতিক দলটির নাম এখনো ঠিক হয়নি। এ নিয়ে চিন্তাভাবনা চলছে। আগামী ২৬ মার্চ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাম প্রকাশ করা হতে পারে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালসহ সাবেক পাঁচজন সেনাপ্রধানকে নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে বলে সম্প্রতি একটি সংবাদ প্রকাশ হয়। এর প্রতিবাদে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া গত ৪ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে পোস্টে জানান, ‘তার রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে প্রকাশিত খবর সঠিক নয়। পরের দিন আরেকটি পোস্টে জানান, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি দুঃখ প্রকাশ ও ভুল স্বীকার করেছে এবং খবরটি প্রত্যাহার করে নিয়েছে।
আরেক অবসরপ্রাপ্ত লে. জেনারেল ওই খবরটি প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মানহানির মামলা করারও ঘোষণা দেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালও সম্প্রতি একটি টিভি চ্যানেলের টক শোতে বলেছেন, ‘আমাকেসহ সাবেক পাঁচ সেনাপ্রধানকে নিয়ে দল গঠনের খবরটি মিথ্যা। তবে ভালো মানুষদের নিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রক্রিয়া চলছে। এটা সামনে আত্মপ্রকাশ করবে। দলের নাম এখনো ঘোষণা হয়নি। আলোচনা চলছে। আমাদের সঙ্গে শুধু ভালো মানুষরা থাকবেন। দেশপ্রেমিক, যাঁদের চরিত্র কলঙ্কমুক্ত, শুধু তাঁরাই আমাদের দলে থাকতে পারবেন। কোনো কুলাঙ্গার, অর্থপাচারকারী, দলবাজ, ডিগবাজি দেওয়া কোনো মানুষ আমাদের সঙ্গে থাকতে পারবেন না।’
যুক্তরাষ্ট্রপ্রবাসী একজন সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মো. মুস্তাফিজুর রহমান কিছুদিন আগে অভিযোগ করেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল যে দলটি গঠন করতে যাচ্ছেন, তা হবে আওয়ামী লীগের ‘বি’ টিম। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন নতুন এই দলটির উদ্যোক্তারা।
সূত্র : কালের কণ্ঠ