• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আরও ৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৫:৪০ পিএম
আরও ৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজধানীসহ সারা দেশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে না। এতে কয়েকজনের মৃত্যুও হয়েছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এসময় কারও মৃত্যু হয়নি। 

রোববার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৭৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬৫ জন ঢাকার মধ্যে এবং আটজন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৯৬ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৯৩ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার পাঁচজন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের মধ্যে ৫২৩ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪৮২ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

Link copied!