• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

বেইলি রোডের আগুনে দুই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৪, ১০:০৫ এএম
বেইলি রোডের আগুনে দুই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু
বুয়েট শিক্ষার্থী নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন— নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম।

শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনরা তাদের লাশ সনাক্ত করেন। এ সময় স্বজন ও সহপাঠীদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। তারা বাকরুদ্ধ হয়ে পড়েন।

জানা গেছে, নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। আর লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের গ্রামের বাড়ি বরিশাল।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

রাত দুইটার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ এই দুই হাসপাতালে আছে। এর বাইরে আরও মৃত ব্যক্তি থাকতে পারে।

এ ঘটনায় গুরুতর আহত ৮ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১৪ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। তিনি বলেন, তাঁদের সবার অবস্থাও আশঙ্কাজনক।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!