ডিজিটাল ব্যাংক গঠনে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে ৫২টি আবেদন জমা পড়েছে।
রোববার (২০ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
আবেদনকারীদের মধ্যে ব্যাংক, ফিনটেক ফার্মসহ মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান আছে। গত ১৭ আগস্ট ডিজিটাল ব্যাংকের নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা হয়, ডিজিটাল ব্যাংক স্থাপনে ইচ্ছুকদের ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা এবং মূলধন স্পন্সরদের কাছ থেকে আসতে হবে। প্রত্যেক স্পন্সরের ন্যূনতম হোল্ডিং শেয়ার হবে ৫০ লাখ টাকা। ডিজিটাল ব্যাংকগুলো ফিজিক্যাল কাউন্টারের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কোনো সেবা দিতে পারবে না এবং কোনো ফিজিক্যাল ইন্সট্রুমেন্ট ইস্যু করতে পারবে না।
এর আগে চলতি বছরের ২১ জুন ডিজিটাল ব্যাংক গঠনে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছিল। পরে আবেদনের সময় বাড়িয়ে ১৭ আগস্ট করা হয়।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























