চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
দেবব্রত পাল জানান, ১৫ সেপ্টেম্বর ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। পরে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই ভেন্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার শেষনিশ্বাস ত্যাগ করেন।
এর আগে চলতি মাসের শুরুতেও শ্বাসকষ্ট নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ চৌধুরী। তবে তখন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন।
জালাল আহমেদ চৌধুরী ষাটের দশকের মাঝামাঝি থেকে সত্তরের দশকের মাঝামাঝি পর্যন্ত ঢাকা ক্রিকেট লীগে খেলেছেন। তারপর শুরু করেন কোচিং। তিনি জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।






























