• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

হেলেনা জাহাঙ্গীরের মুক্তির দাবিতে মানববন্ধন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০২:১৪ পিএম
হেলেনা জাহাঙ্গীরের মুক্তির দাবিতে মানববন্ধন

হেলেনা জাহাঙ্গীরের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জয়যাত্রা ফাউন্ডেশন। এ সময় মানববন্ধনে বিচারিক কোর্টের সহানুভূতি কামনা করেন ফাউন্ডেশনের নেতারা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জয়যাত্রা ফাউন্ডেশনের উপদেষ্টা কায়সার হামিদ।

কায়সার হামিদ বলেন, “হেলেনা জাহাঙ্গীরকে বহু বছর ধরেই চিনি। তার পরিবারের সঙ্গেও আমার পরিচয় রয়েছে। তার মধ্যে খারাপ কিছু আমি পাইনি, দেখিনি। যার ফলে তার ফাউন্ডেশনে আমি যুক্ত হই।”

হামিদ আরও বলেন, “তিনি (হেলেনা) একজন সন্মানিত সিআইপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৪০টির মতো দেশে ভ্রমণ করেছেন। তার মধ্যে খারাপ কিছু থাকতে পারে না। কোনো চক্রান্তের শিকার হয়েছেন হেলেনা।”

এ সময় হেলেনা জাহাঙ্গীরের মুক্তি চেয়ে কায়সার হামিদ বলেন, “যদি এটি আদালতের বিষয় তবু আমি জোর দাবি জানাই তাকে যেন জামিন দেওয়া হয়।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জিএম পারভেজ, সফিক, রাকিবুল, কাঞ্চনসহ জয়যাত্রা ফাউন্ডেশনের অনেকই।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!