• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শ্যামলীতে বহুতল ভবনে আগুন, একজনের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৮:৪৫ এএম
শ্যামলীতে বহুতল ভবনে আগুন, একজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামলীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ওই ভবনের ১৯ তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ছাড়া ভবনের বিভিন্ন তলায় আটকে পড়া ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে রূপায়ণ শেলফোর্ড নামের ২০ তলা ওই ভবনের ৭ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় রাত ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন লাগার পর ভবনের ১৯ তলা থেকে মৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একটি, মোহাম্মদপুর ও কল্যাণপুরের দুটি করে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও ৯টি ইউনিট কাজে যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!