জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ৩ নভেম্বর জেলখানায় হত্যাকাণ্ডের শিকার জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।
তিনি বলেছেন, “বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মাত্র আড়াই মাসের মাথায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। অবশ্যই এই দুই হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। এই হত্যার সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত।”
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে নাজিমুদ্দীন রোডে অবস্থিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।
চার নেতার কথা স্মরণ করে সোহেল তাজ বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক বাহিনী যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এরপর বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম সরকার গঠন করেন। বিচক্ষণ ও দূরদর্শিতার সঙ্গে তারা সরকার পরিচালনা করেছেন।”
তিনি বলেন, “আমাদের সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বের করা উচিত। চার নেতার হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, কীভাবে কী হয়েছে। আমি মনে করি, সবকিছু জানার অধিকার আছে।”
তিনি আরও বলেন, “সত্য তেতো হলেও বের করে আনতে হবে। সম্পূর্ণ তদন্ত করে বের করতে হবে।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























