• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

কক্সবাজার সৈকতে ভেসে এলো নিখোঁজ ছাত্রের লাশ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১০:১৬ এএম
কক্সবাজার সৈকতে ভেসে এলো নিখোঁজ ছাত্রের লাশ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর স্কুলছাত্র ইরফানুল হক মাহির (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) রাতে সৈকতের কলাতলীর সায়মন পয়েন্টে তার মরদেহ ভেসে আসে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার (এসপি) মো. জিল্লুর রহমান।

ইরফানুল হক মাহি কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে। সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী।

এসপি জিল্লুর রহমান জানান, শনিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দুই শিক্ষার্থী সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। খবর পেয়ে তাদেরকে উদ্ধারে নামে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। ওই সময় একজনকে গুরুতর অবস্থায উদ্ধার করা হয়। তবে ইরফানুল নিখোঁজ ছিল। প্রায় ২৮ ঘণ্টা পর রোববার রাতে সায়মন বিচ পয়েন্টে তার মরদেহ ভেসে আসে।

এসপি বলেন, "পুলিশসহ বিচ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!