রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযানে গ্রেপ্তারদের কাছে থেকে ১২১.৫ গ্রাম হেরোইন, ১ হাজার ৫৬১ পিস ইয়াবা ও ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।