অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
শুক্রবার (৪ আগস্ট) গভীর রাতে কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহশিন বলেছেন, দুই সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়ে এবং অভিযুক্তদের গতিবিধি পর্যবেক্ষণের পর চেরাস এলাকায় এ অভিযান চালানো হয়। আটকদের বয়স আট থেকে ৫৪ বছরের মধ্যে বলে জানান তিনি।
শামসুল বদরিন মহশিন আরও বলেন, আটক বিদেশি নাগরিকদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি। এছাড়াও মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৪ ও ফিলিপাইনের ২ জন রয়েছেন।
আটকরা কুয়ালালামপুরের নির্মাণ খাতের প্রতিষ্ঠানে এবং বিভিন্ন কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন।
পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিবাসন আইনে দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে।
































