• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

গাড়িচাপায় নিরাপত্তারক্ষী নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩, ২০২২, ১০:৩৩ এএম
গাড়িচাপায় নিরাপত্তারক্ষী নিহত

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে পুলিশের গাড়িচাপায় বেলায়েত হোসেন (৫৫) নামের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

সোমবার (২ মে) রাত ১০টর দিকে এ দুর্ঘটনা ঘটে বলে।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন বেলায়েত হোসেন।

নিহত বেলায়েত হোসেন রাজধানীর বিজয় সরণি ফোয়ারার নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার নাইট ডিউটিতে যাওয়ার সময় রাত ১০টার দিকে চন্দ্রিমা উদ্যানের সামনে পুলিশের একটি গাড়ি তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।

Link copied!