• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৭:৩৯ পিএম
২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন
ফাইল ফটো

চলতি বছরের মতো আগামী বছরেও সরকারিভাবে ২২ দিন ছুটির অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমরা দেখতে পাচ্ছি, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্বসহ বিভিন্ন উপলক্ষ্যে সব মিলিয়ে আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার দুই দিন পড়েছে শুক্রবার। এর বাইরে ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায় ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।”

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, “চলতি বছরও (২০২৩ সাল) সরকারি ছুটি ২২ দিন ছিল। তবে এর মধ্যে আট দিন পড়ে ছিল সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবার।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!