• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

হাত-পা ভেঙে পঙ্গু হাসপাতালে ২১৬ বাইকার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০৬:০৬ পিএম
হাত-পা ভেঙে পঙ্গু হাসপাতালে ২১৬ বাইকার

সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে ঈদের দিন (২২ এপ্রিল) হাত-পা ভেঙে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন ২১৬ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থা নিয়ে ভর্তি হয়েছেন ৯৬ জন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের দিন সারা দেশের সড়কে প্রাণ হারিয়েছেন ১২ জন মোটরসাইকেল চালক। এর মধ্যে নেত্রকোনায় তিনজন, বগুড়ার নন্দীগ্রামে দুইজন, রাজধানীতে একজন, গাজীপুরে একজন, সিলেটে একজন, দিনাজপুরে একজন, জয়পুরহাটে একজন, ফরিদপুরে একজন, বরিশালে ১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা সবাই দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এছাড়া ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা পর্যন্ত নতুন ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে ৩৫ জনের অবস্থা গুরুতর। রোববার সন্ধ্যা পর্যন্ত রোগী আরও বাড়তে পারে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত হৃদয় হোসেন গণমাধ্যমকে বলেন, “আমরা যাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তাদের বেশিরভাগ তরুণ। বাইকে ঘুরতে বেরিয়ে তাদের এমন অবস্থা হয়েছে।”

Link copied!