• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সড়কে পড়ে ছিল ক্ষত-বিক্ষত ২ মরদেহ, সবাই ব্যস্ত ভিডিওতে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ১০:১৮ এএম
সড়কে পড়ে ছিল ক্ষত-বিক্ষত ২ মরদেহ, সবাই ব্যস্ত ভিডিওতে

রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দিনগত রাত ১২টার পর বাংলামোটর থেকে মগবাজারগামী রাস্তায় ফ্লাইওভারে ওঠার সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরিফুল ইসলাম (৪০) ও সৌভিক করিম (৪২)। তারা দুজনই ঘটনাস্থলে মারা যান।

নিহতের সহকর্মী সুমন জানান, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) নামে একটি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগের হেড আরিফুল ও তার বন্ধু সৌভিক মিলে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে ইস্কাটনে ইউটার্ন এলাকায় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে গুরুত আহত হন। পরে দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাদের ঘোষণা করেন।

আরিফুল ইসলাম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি

নিহত আরিফুলের গ্রামের বাড়ি পঞ্চগড়। তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি। সৌভিকের গ্রামের বাড়ি নোয়াখালী। তারা বড় মগবাজার প্যানারোমা ৯৯/ডি -৬-৪ নং বাসায় থাকতেন।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুজন দেব দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন দিয়ে বলা হয়, সড়কে দুজন মোটরসাইকেল আরোহী ক্ষত-বিক্ষতভাবে পড়ে আছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান এসআই সুজন দেব।

Link copied!