রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকায় মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২৪ জুলাই) ভোর ৪টায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাসি চন্দ্র দাস (৩৪) ও সুমি চন্দ্র দাস (১২)। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহত ফুলবাসি চন্দ্র দাসের স্বামী কালু চন্দ্র দাসকে (৩৮) আটক করেছে পুলিশ। কালু চন্দ্র দাস একজন সবজি বিক্রেতা।
কালু চন্দ্র দাসের বড় মেয়ে ঝুমা রানী দাস জানায়, ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে মা এবং বোনকে অচেতন অবস্থায় দেখে চিৎকার শুরু করেন।প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
লালবাগ জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কামরাঙ্গীরচর নয়াগাঁও ৩ নম্বর রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা, এই বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি। সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থলে আসবেন।









-20251222091605.jpeg)



















