মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয় দেশের প্রধান ঈদ জামাতে।
বুধবার (২১ জুলাই) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ৮টায় আরও একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
করোনা মহামারির কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হয়নি।
বায়তুল মোকাররমে প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে তার সঙ্গে ছিলেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।
মুফতি মো. মিজানুর রহমান বলেন, “করোনাভাইরাস মহামারির পরীক্ষা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আল্লাহ যেন মুসলিম উম্মাকে তথা দুনিয়াকে হেফাজত করেন, আমরা সেই মোনাজাত করি।”
দোয়া কামনায় করে সিনিয়র পেশ ইমাম আরও বলেন, “হে আল্লাহ আমরা যেন আপনার হুকুমকে সামনে রেখে সঠিক নিয়মে, সঠিক নিয়তে কোরবানি করতে পারি। এ সুন্দর আমলকে যেন আমরা যথাযথ নিয়মে পালন করতে পারি, আমাদের তৌফিক দান করুন। হে আল্লাহ আপনি রহমতের বরকত দ্বারা ভরপুর করে দিন।”
প্রথম জামাতে নামাজ আদায় করেন মন্ত্রিপরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, কূটনীতিকরা। তাদের সঙ্গে যোগ দেন সমাজের নানা শ্রেণির-পেশার মানুষ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন।
রাজধানীসহ সারা দেশের বিভিন্ন ঈদগাঁ ও মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নেওয়া ও উদ্যাপনের জন্য বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। দূরত্ব মেনেই নামাজে অংশ নিয়েছেন মানুষ। অনেকের মুখেই মাস্ক ছিল।
নামাজের পর মানুষকে কোলাকুলি করতে দেখা যায়নি। জামাত শেষে আল্লাহকে খুশি করতে পশু কোরবানি দেওয়া হচ্ছে।
এখন বর্ষাকাল চলছে। তাই আকাশে কালো মেঘের আনাগোনা।
আবহাওয়া অফিস বলেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের দিন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ ও রংপুর বিভাগে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    

































