ফের হাসপাতালে ওবায়দুল কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০২:১৭ পিএম
ফের হাসপাতালে ওবায়দুল কাদের
ফাইল ছবি

বুকে ব্যথা নিয়ে আবারও রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তিনি হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে আছেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান।

এ বিষয়ে সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, “করোনার বুস্টার ডোজ নেওয়ার পর ওবায়দুল কাদেরের শরীরে সামান্য জ্বর আসে। এ অবস্থায় তাকে রুটিন চেকআপের জন্য বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তার রুটিন চেকআপ চলছে।”

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বলেন, “মৃদু ব্যথার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকালে ভর্তি হয়েছেন।”

এ সময় দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা ও হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের এই নেতা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!