সারা দেশে বিভিন্ন হাসপাতালে চীনের তৈরি সিনোফার্মের করোনা টিকা নিয়েছেন আরও ৪ হাজার ৮৩৭ জন।
মঙ্গলবার (২৯ জুন) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৩৭ জন টিকা নিলেন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৯১ জন এবং নারী ২ হাজার ৭৪৬ জন। এখন পর্যন্ত দেশের আট বিভাগে পুরুষ ২৪ হাজার ৮৬ এবং নারী ৩১ হাজার ৫০৪ জন এই টিকা নিয়েছেন। এই নিয়ে মোট সিনোফার্মের টিকা নিলেন ৫৫ হাজার ৫৯০ জন।
গত ১৯ জুন থেকে রাজধানীসহ সারা দেশে চীনের উপহার দেওয়া ১১ লাখ ডোজ টিকা প্রয়োগ শুরু হয়।
রাজধানীর কয়েকটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে ১ হাজার ২৪১ জনকে টিকা দেওয়া হয়। ময়মনসিংহ বিভাগে ১৭২, চট্টগ্রাম বিভাগে ৭৪০, রাজশাহী বিভাগে ৮৭৮, রংপুর বিভাগে ১৭৪, খুলনা বিভাগে ৬৮৭, বরিশাল বিভাগে ১৪৭ এবং সিলেট বিভাগে ২৫২ জন টিকা নিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৮ জনের। নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে।






























