রাজধানীসহ সারাদেশে গত ১৫ ঘণ্টায় ১১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঘটনা ঘটেছে ঢাকা মহানগরে।
রোববার (১৯ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
গণমাধ্যমকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১১টি অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। উচ্ছৃঙ্খল জনতা এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এ ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক, ১টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি পিকআপ ও ১টি ট্রেনসহ মোট ১১টি যানবাহন পুড়ে গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসবের মধ্যে ঢাকা মহানগরে ৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়াও রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া, জয়পুরহাটের পৃথক পৃথক স্থানে ৩টি, চট্টগ্রাম বিভাগের ফেনী ও কুমিল্লায় ২টি এবং ময়মনসিংহ বিভাগের জামালপুরে ১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ ইউনিটে মোট ১০৭ জন সদস্য কাজ করেছে।