ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং আইসিবি ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আগেই ছুটিতে পাঠানো হয়।
রোববার (৫ জানুয়ারি) তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
রোববার কেন্দ্রীয় ব্যাংক এবং ৬ ব্যাংকের চেয়ারম্যানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সভায় সভাপতিত্ব করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ব্যাংকের ফরেনসিক অডিটের জন্য নিরীক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠাতে বলা হয়েছে।
৬ ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকগুলো হলো, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। বাকি দুই ব্যাংক হলো, এক্সিম ব্যাংক এবং আইসিবি।































