রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী পরিচয়ে একটি বাসায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার এসআই মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তার ১৩ জন বাড়িটির দারোয়ানকে মারধর করে। বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরাও ভাঙচুর করে। পরে বাসার বাসিন্দারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।
পরে এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
তিনি বলেন, তদন্ত করে আরও বিস্তারিত জানানো হবে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























