• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ঢাকা ছেড়েছেন ১ কোটি ৩১ লাখ সিমধারী, ফিরেছেন ৫৩ লাখ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০৭:৩৬ পিএম
ঢাকা ছেড়েছেন ১ কোটি ৩১ লাখ সিমধারী, ফিরেছেন ৫৩ লাখ

ঈদ ঘিরে গত ৮ দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন এক কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৩৭০ সিম ব্যবহারকারী। একই সময়ে ফিরেছেন ৫৩ লাখ ৪৩ হাজার ৩৪৮ জন।

বুধবার (২৬ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মোস্তাফা জব্বারের তথ্যানুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছেন। ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছেন।

ঈদের দিন ২২ এপ্রিল গেছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। ২৪ এপ্রিল ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন সিম ব্যবহারকারী। আর ২৫ এপ্রিল ছেড়েছেন আট লাখ ২৬ হাজার ৯৭৫।

ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (২৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে অফিস। কর্মস্থলে যোগ দিতে রোববার থেকে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। রোববার (২৩ এপ্রিল) ঢাকায় ফিরেছেন চার লাখ ৯২ হাজার ৬১৯ জন সিম ব্যবহারকারী। সোমবার ঢাকায় ফিরেছেন আট লাখ ৭৮ হজার ৪২ জন সিম ব্যবহারকারী। গত আটদিনে ঢাকায় ফিরেছেন ৫৩ লাখ ৪৩ হাজার ৩৪৮ জন সিম ব্যবাহকারী।

চার অপারেটর- গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মন্ত্রী।

পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছে বাংলালিংক সিম ব্যবহারকারী।

মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, চাঁদরাত অর্থাৎ ২১ এপ্রিল ঢাকা ছেড়েছে সর্বোচ্চ সংখ্যক সিম ব্যবহারকারী। ওইদিন ঢাকা ছাড়া সিমের সংখ্যা ছিল ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮টি।

মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন-পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।

Link copied!