• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

৭ আগস্ট পরীক্ষামূলক, ১৪ আগস্ট থেকে গণটিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ১১:৩২ এএম
৭ আগস্ট পরীক্ষামূলক, ১৪ আগস্ট থেকে গণটিকা

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৭ আগস্ট পরীক্ষামূলক টিকা দেওয়া হবে। এ ছাড়া ১৪ আগস্ট থেকে গণটিকা ক্যাম্পেইন শুরু হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডা. খুরশীদ আলম বলেন, “ক্যাম্পেইনের আওতায় আপাতত এক দিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।”

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল ৭ আগস্ট থেকে করোনার টিকাদানের ক্যাম্পেইন শুরু হবে। কিন্তু লকডাউন বাড়ানোয় নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ডা. খুরশীদ আলম আরও বলেন, “আমাদের বাকি সব পরিকল্পনা ঠিক আছে। লকডাউনের কারণে পরিবহনে সমস্যা। তাই ৭ তারিখ রান টেস্ট, আর ১৪ তারিখ থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু।”

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ জানিয়েছেন, সারা দেশে সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে কোভিড-১৯ টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। সবাইকে টিকার আওতায় আনতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়েও টিকা কর্মসূচি চালু হচ্ছে।

এদিকে এক নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা নেওয়ার পর কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। বাসায় যাওয়ার পর কোনো রকম শারীরিক সমস্যা বোধ করলে দ্রুত টিকাদান কর্মীকে খবর দিতে হবে।

Link copied!