• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

৬ মাসে ৩ লাখ বাংলাদেশি পেয়েছে ভারতের ভিসা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৯:২১ এএম
৬ মাসে ৩ লাখ বাংলাদেশি পেয়েছে ভারতের ভিসা

করোনাভাইরাস মহামারির মধ্যেও গত ছয় মাসে ব্যবসা, কর্মসংস্থান, চিকিৎসাসহ অন্য সব ক্যাটাগরিতে তিন লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে ভারতীয় হাইকমিশন।

সোমবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, তিন লাখ বাংলাদেশির ভিসা ইস্যুর মধ্যে বেশির ভাগই মেডিকেল ও মেডিকেল অ্যাটেনডেন্ট ভিসা।

ভারতীয় হাইকমিশন জানায়, গত বছর মার্চ থেকে ভারত সারা বিশ্বে পর্যটক ভিসা দেওয়া স্থগিত রেখেছে। এখন বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তাদের বেশির ভাগই মেডিকেল চিকিৎসার জন্য যাচ্ছেন। রোগী ও তাদের অ্যাটেনডেন্টদের ভিসা দেওয়া হয়েছে।

এর আগে করোনা পরিস্থিতির অবনতি হলে গত ২৬ এপ্রিল থেকে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারত সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় শর্ত সাপেক্ষে পর্যটকদের ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ভারত।

গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে স্থলবন্দর দিয়ে বৈধ যাতায়াতে বিধিনিষেধ শিথিল করেছে বাংলাদেশ সরকার।

Link copied!