• ঢাকা
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

৫ টাকা নিয়ে তর্ক, যাত্রীর লাথিতে প্রাণ গেল রিকশা চালকের


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০২:৫৮ পিএম
৫ টাকা নিয়ে তর্ক, যাত্রীর লাথিতে প্রাণ গেল রিকশা চালকের

সাভারের আশুলিয়া উপজেলার পাঁচ টাকার ভাড়া নিয়ে তর্কের জেরে যাত্রীর লাথিতে আলিম হোসেন (৪০) নামের এক রিকশা চালক মারা গেছেন। এ ঘটনায় ফজলুল হক নামের ওই যাত্রীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। 

সোমবার (২ আগস্ট) সকালে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই চালক গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ি মধ্যপাড়া মহল্লার জয়নাল মিয়ার ছেলে। আলিম গাজীপুরের কাশিমপুর থানার শুড়াবাড়ি রাইসমিল মহল্লায় বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাশিমপুরের শুড়াবাড়ি রাইসমিল এলাকা থেকে আলিমের রিকশায় ওঠেন ফজলুল। এসময় নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেটের সামনে পৌঁছালে রিকশা থামাতে বলে ফজলুল। তখন তিনি রিকশা থেকে নেমে ৫ টাকা ভাড়া দেন। এসময় ৫টাকা নিতে চালক আলিম অস্বীকৃতি জানায়। এর জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ফজলুল আলিমকে লাথি মারেন। এতে আলিম পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব শিকদার জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ফজলুলকে আটক করা হয়েছে। 


 

Link copied!