• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

৪ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট উদ্যোক্তারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:১০ পিএম
৪ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট উদ্যোক্তারা

ক্ষতির মুখে থাকা কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্রও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য ২ হাজার ৫২০ কোটি টাকার নতুন তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর অর্থ জোগান দিচ্ছে উন্নয়ন সংস্থা এশীয় অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। এ তহবিল থেকে উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। 

‘কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি)’ নামে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এ তহবিল বাস্তবায়ন করবে। বুধবার (২৩ জুন) প্রজ্ঞাপন জারি করে এ তহবিল বরাদ্দের নীতিমালা ঘোষণা করা হয়।

এদিকে মে মাসে এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সরকার সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে, তার মধ্যে ১৪ হাজার ৬৫৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এতে প্রত্যক্ষ সুবিধাভোগী হলেন ৯৫ হাজার ৭৩৩ জন গ্রাহক। 

নীতিমালা অনুযায়ী, তিন বছর মেয়াদি এ তহবিলের সুদের হার ৪ শতাংশ। এক বছরের বেশি সময়ের ক্ষতিগ্রস্ত ছোট ও মাঝারি উদ্যোক্তাদের ঘুরে দাঁড়ানোর জন্য এ ঋণ দেওয়া হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩০৩ কোটি টাকা প্রণোদনা তহবিল ঘোষণা করেছে। এর মধ্যে ৯টি তহবিলের সঙ্গে বাংলাদেশ ব্যাংক সরাসরি সম্পৃক্ত। তবে মোট ১২টি তহবিল বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক, যার আকার প্রায় এক লাখ কোটি টাকা। এর মধ্যে ৮৩ হাজার ৫৩ কোটি টাকার তহবিল ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার মোট প্যাকেজের ৮৩ শতাংশ।

Link copied!