• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

২৪ ঘণ্টায় সারা দেশে ২১৮ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৭:১০ পিএম
২৪ ঘণ্টায় সারা দেশে ২১৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫। 

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯ হাজার ৩৬৯ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪।

মারা যাওয়া ২১৮ জনের মধ্যে পুরুষ ১৩৪ ও নারী ৮৪ জন। 

শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করে ৯ হাজার ৩৬৯ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২১৮ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৬৮৫। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৭ জন। এছাড়া চট্টগ্রামে ৫৫, রাজশাহীতে ২২, খুলনায় ২৭, বরিশালে ১০, সিলেটে ৯, রংপুরে ১৬ ও ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।

এর আগে, শুক্রবার ২১২, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭ ও রোববার ২২৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

Link copied!