• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

২০ সেপ্টেম্বর যেসব এলাকায় ব্যাংক বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৯:১০ পিএম
২০ সেপ্টেম্বর যেসব এলাকায় ব্যাংক বন্ধ
ফাইল ছবি

আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচনী এলাকায় ভোটের দিন ব্যাংকের শাখা বন্ধ থাকবে। দেশের বিভিন্ন এলাকায় স্থগিত থাকা ৯টি পৌরসভা ও ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-ডিওএস এ-সংক্রান্ত্র একটি নির্দেশনা জারি করে সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ৯টি পৌরসভা এবং ১৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা/উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।

সেই সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা/উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগদানের জন্য পরামর্শ দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়।

Link copied!