• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

হোটেলকক্ষে ঢাবি ছাত্রের ঝুলন্ত লাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ১০:৩৮ এএম
হোটেলকক্ষে ঢাবি ছাত্রের ঝুলন্ত লাশ

রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আদনান সাকিবের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে শাহবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত সাকিব নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মালেক।

পুলিশ জানায়, আদনান সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি সার্জেন্ট জহুরুল হক হলে থাকতেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা জানান, সাকিবের স্ত্রী রাতে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ সাকিবের ফোন নাম্বার ট্র্যাকিং করে লোকেশন পাওয়া যায় সেগুনবাগিচা কর্ণফুলী আবাসিক হোটেলের। রাত দেড়টার দিকে হোটেলে গিয়ে তার খোঁজ করা হয়। হোটেলটির দ্বিতীয় তলায় ১০৭ নম্বর রুমে ছিলেন সাকিব। সেখানে তাকে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন সাকিব।

এসআই আরও জানান, মৃত সাকিব গলায় নাইলনের রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন। মরদেহটি নামিয়ে মর্গে পাঠানো হয়।

মৃতের স্বজনরা জানান, সাকিব দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি হতাশাগ্রস্ত ছিলেন। সবকিছু ভুলে যেতেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর বুধবার রাতে থানায় জিডি করা হয়।

পুলিশ আরও জানায়, মরদেহটির পাশে একটি নোট উদ্ধার করা হয়েছে। নোটে মৃত্যুর জন্য কারও দোষ নেই বলে উল্লেখ করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Link copied!