অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “গতকাল বুধবার রাত থেকে বেশি দুর্বলতা অনুভব করায় ওনাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দরা তার সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলেও জানান শায়রুল কবির।