রাজধানীর খিলগাঁওয়ে ব্যাডমিন্টন ব্যাটের বাট বুকে ঢুকিয়ে আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে তার স্ত্রী। এ ঘটনায় স্ত্রী নাজমা বেগমকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব গোড়ান এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাই আব্দুর সালাম বলেন, “আমার ভাই রহমান দুই ছেলে এক মেয়েকে নিয়ে গোড়ান এলাকায় থাকতেন। তিনি একই এলাকায় মুরগীর দোকানে কাজ করতেন। শুনেছি, সকালে স্ত্রী নাজমা আক্তারের (৩৫) সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ভাঙ্গা ব্যাডমিন্টের ব্যাট দিয়ে বুকে আঘাত করেন।”
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, “নিহতের স্ত্রী নাজমা জানায়, তার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ব্যাডমিন্টনের ভাঙা বাট তার বুকে ঢুকিয়ে দেয়। এতে তার মৃত্যু হয়। আমরা নিহতের স্ত্রী নাজমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”