রাজধানীর সেগুনবাগিচায় একটি সিএনজি পাম্পের কাছে একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই তরুণের নাম সিয়াম (১৯) ও রাকিব (২৬)। তারা দুজনই নাভানা সিএনজির কর্মচারী।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল গভীর রাতে কাজ শেষে তারা প্রাইভেট কারে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান।