• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

সিঙ্গার কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০২:২২ পিএম
সিঙ্গার কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সাভারে সিঙ্গার ইলেকট্রনিক্স কারখানার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের সাড়ে ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ৮.২০ মিনিটে ঐ গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ।  

ফায়ার সার্ভিস জানায়, সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জোরপুল এলাকায় সিঙ্গারের কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  স্থানীয়দের খবরের ভিত্তিতে প্রথমে সাভার থেকে দুই ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপরে ডিইপিজেড ফায়ার সার্ভিস, মিরপুর ও  চামড়া শিল্প নগরীর থেকে মোট দশটি  ইউনিট  ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে  কাজ করে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সুনিদির্ষ্ট ভাবে এখনই বলা সম্ভব নয়।  

 

Link copied!