• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

‘সাহস থাকলে তারেককে দেশে ফিরিয়ে আনুন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৩:০০ পিএম
‘সাহস থাকলে তারেককে দেশে ফিরিয়ে আনুন’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতি থামিয়ে দিতে চায়। দেশ যখনই এগিয়ে যায়, তারা চায় অস্থিতিশীল করে তুলতে। আন্দোলনের নামে তারা জনগণের সম্পদ বিনষ্ট করতে।”

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “করোনার স্থবিরতা কাটিয়ে জনজীবনে যখন গতি ফিরতে শুরু করেছে, মানুষ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা কোলাহল আর চাঞ্চল্য, এ সময় আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।”

সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি নষ্ট করে দিচ্ছে- বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয়নি। আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, যা মানুষের মনে আশা জাগিয়েছে। লাখ লাখ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছে শেখ হাসিনা সরকার।”

এ সময় তারেক রহমানকে নির্বাসিত করে রাখার অভিযোগকে বিএনপির অসংখ্য মিথ্যাচারের একটি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “সাহস থাকলে তাকে দেশে ফিরিয়ে আনুন। রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে। টেমস নদীর ওপার থেকে ডাক দিলে হবে না। তাতে দেশের জনগণ সাড়া দেবে না।”

কাদের আরও বলেন, “সরকার বেগম জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দি করে রাখেনি। বরং সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছে। আসলে বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই। থাকলে তারা শেখ হাসিনার ঔদার্যের কাছে কৃতজ্ঞ থাকত।”

Link copied!