করোনার সংক্রমণ প্রতিরোধে সপ্তাহ খানেকের মধ্যেই স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে এক অধিবেশনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
সারা দেশে স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে রেজিস্ট্রেশন চলছে উল্লেখ করে দীপু মনি বলেন, “আশা করছি সপ্তাহখানেকের মধ্যে স্কুলশিক্ষার্থীদের গণটিকা কার্যক্রম শুরু হবে।”
শিক্ষামন্ত্রী বলেন, “১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় এনে পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে সরকার। এসব শিক্ষার্থীকে গণটিকা দেওয়া শুরুর কথা ছিল ৩০ অক্টোবর।”
মন্ত্রী আরও বলেন, “এরই মধ্যে পরীক্ষামূলক করোনা প্রতিরোধী টিকা স্কুলশিক্ষার্থীদের মধ্যে দেওয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জে গত ১৪ অক্টোবর ১০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।”