• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শাহবাগে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৪:৩৩ পিএম
শাহবাগে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি

চাকরিপ্রার্থীরা ৪ দফা দাবি বাস্তবায়নে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে তারা সেখানে অবস্থান নেন। 

জানা যায়, চাকরিতে আবেদনের বয়স বাড়ানোসহ ৪ দাবিতে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা। তারা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা জাদুঘরের সামনে অবস্থান নেন।

দাবিগুলো হল-

১. সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বাড়াতে হবে।

২. নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে।

৩. চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে।

৪. একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!