• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

ল্যাবএইড হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৬:৩১ পিএম
ল্যাবএইড হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা
ছবি: সংবাদ প্রকাশ

রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

হাসপাতালটির বিরুদ্ধে জেনারেটর রেখে ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে এই জরিমানা করা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালকে এই জরিমানা করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, “ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল সংলগ্ন ফুটপাতে জেনারেটর রেখে দখল করে রাখা হয়েছিল। ফলে পথচারীদের চলাচল বিঘ্নিত করার মাধ্যমে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হওয়ায় আজ হাসপাতালটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।”

এই অভিযানে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

Link copied!