• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর গ্লাসগো ত্যাগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৭:৪২ পিএম
লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর গ্লাসগো ত্যাগ
ফাইল ছবি

কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠকে যোগদান শেষে লন্ডনের উদ্দেশে গ্লাসগো ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ নভেম্বর) দেশটির স্থানীয় সময় দুপুরে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বুধবার বেলা ১২টা ৫০ মিনিটে লন্ডনের গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এদিকে কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

Link copied!